444) Story and life. (গল্প ও জীবন।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 444 https://parg.co/bOIX ) Story and life. (গল্প ও জীবন।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


 "Even though the elements of the story are collected from actual life, it is impossible to fully construct life according to the story."

#Literature #Wisdom #Humanlife #Humanity 

 Every story is written from the author's imagination, actual experience and information.


 Be it a short story or a large detailed novel.


 However, it is impossible to fully form actual life following the story.


 Because, as a result of mixing imagination with actual element, it is impossible for a person to implement it in actual life alone.


 Even the fact that the authors gathers all the events in the story in a mixture of imagination, in reality they may or may not have done it.


 For example, the things I've added to my "Robodron" https://parg.co/bC87 story may be made by a technology company, but no one can do it alone.


 And I wrote the "Robodron" story through my imagination, and I didn't even implement the "Robodron" story in my life.


 Similarly, Shakespeare, Mopasa, Ravi Tagore, Tolstoy, Sir Haggard, Bernard Shaw ... did not fully implement their writings in life.


 And implementation by other people will be more complicated. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"যদিও বাস্তব জীবন থেকে গল্পের উপাদান সংগ্রহ করা হয়, তবুও গল্প অনুসারে জীবনকে সম্পূর্ণভাবে গঠন করা অসম্ভব।"


প্রত্যেক গল্প রচিত হয় রচয়িতার কল্পনা, বাস্তব অভিজ্ঞতা আর তথ্য থেকে।


সেটা সংক্ষিপ্ত ছোট গল্পই হউক অথবা বড় আকারের বিস্তারিত উপন্যাসই হউক।


তবে গল্পের অনুসরণে বাস্তব জীবনকে সম্পূর্ণভাবে গঠন করা অসম্ভব।


কেননা, বাস্তব উপাদানের সঙ্গে কল্পনার অনেক মিশ্রণ ঘটানোর ফলে কোন ব্যক্তির একার পক্ষে বাস্তব জীবনে বাস্তবায়ন অসম্ভব হয়।


এমনকি রচয়িতা কল্পনার মিশ্রণে গল্পে যে সকল ঘটনার সমাবেশ করেন, বাস্তবে তিনিও হয়ত সেটা করেননি অথবা করতে পারবেননা।


যেমন: আমার "রোবোড্রোন" https://parg.co/bC87 গল্পে আমি যে সকল বিষয় সংযোজন করেছি সেগুলো হয়ত কোন প্রযুক্তি কোম্পানির দ্বারা তৈরি করা সম্ভব হতে পারে, কিন্তু কোন ব্যক্তি একা হয়ত তেমনটা করতে পারবেননা।


আর আমি "রোবোড্রোন" গল্পটা রচনা করেছি আমার কল্পনার মাধ্যমে, এবং আমার জীবনে "রোবোড্রোন" গল্পের বাস্তবায়নও করিনি।


তেমনি শেক্সপিয়র, মোপাসা, রবি ঠাকুর, টলস্টয়, স্যার হ্যাগার্ড, বানার্ড শ... নিজেদের রচনার সম্পূর্ণ বাস্তবায়ন জীবনে করেননি।


আর অন্য মানুষের দ্বারা বাস্তবায়ন আরো জটিল হবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

🌞🌝 About Me Junayed Ashrafur Rahman

247) INTERNET AND PLAGIARISM :- ইন্টারনেট ও কুম্ভলিকতা (লেখাচুরি)। - Written by https://v.gd/YrhpL1 Dr. Shah Sayed Junayed Ashrafur Rahman ✒

702) My success in writing. (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman