501) Before becoming a writer. (লেখক হওয়ার আগে।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 501 https://parg.co/bMbz ) Before becoming a writer. (লেখক হওয়ার আগে।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva


 "Before becoming a writer, one must understand the life of a writer."


#Literature #Experience #Wisdom #Education #Humanity #Welfare 

(Thus I Junayed Ashrafur Rahman became a writer http://ow.ly/hnIP102ZP2G

 🌟 Author Life ✒ 


 Author life is a little different than other career life.


 Because, one has to think a lot to turn the imagination of the mind into writing.


 A lot of time is needed for thinking. But if you spend this time in other professions, you can definitely earn money.


 But there is no guarantee of earning money by writing. In other words, even if the time spent is high, there is no guarantee of earning.


 If doctor see a private patient, the doctor's guaranteed money, if the case is fought, the lawyer's guaranteed money, if the land deed, the vendor's guaranteed money, but if you write, the writer's guaranteed money is not.


 So you have to think about this before you become a writer.


🌟 Patronage ✒ 


 The poets and writers of the previous era were patronized by the then kings and zamindars.


 As a result, the writers and poets of that time did not have to worry about their food, clothing and shelter.


 But in the present age, like before, no one patronizes any writer. So the writers of the present age have to do their own patronage.


 🌟 Simple life ✒ 


 Writers usually have to give up the luxurious life and lead a simple life.


 Because, whatever their income is, it is spent to meet the essential needs of life.


 But if you have a lot of property, you can use it to your heart's content.


🌟 Formal education ✒ 


 Formal education is not required in writing.


 How can anyone write? That is more important.


 But in the modern age, if the writer has formal education, it is a plus point.


 And no matter how talented and talented you write, if you don't have formal education, anyone can try to demean you or your writing.


 So I would say, besides writing, you must get formal education as much as you can.

I have passed Honors, Masters and LLB.


🌟 Provide identification ✒ 


 Even if you are a writer, it is not appropriate to pretend to be a writer in real life.


 Because, doing so makes it difficult to adapt to many things in real life.


 Although I write so much, I don't introduce my author to anyone in real life.


 🌟 Hoping for a reward ✒ 


 Writing in the hope of a reward does not have the devotion of writing.


 As a result, if there is no award, there is no encouragement and no attempt to improve writing.


 There may even be a tendency to give up writing in the hope of a reward.


 Therefore, in order to maintain the continuity of writing, the hope of reward should not be given more importance.


 However, if you get a prize for writing, you will accept it.


🌟 Livelihood ✒ 


 Besides writing, he will also take up other livelihoods. It will be possible to do writing while maintaining a livelihood.


 In addition to writing, William Shakespeare directed the theater, Ravi Tagore owned the estate, Bertrand Russell taught, George Bernard Shaw directed plays, Sir Alfred Hitchcock directed films, Jean-Paul Sartre sold magazines, Satyajit Ray directed films and I (Junayed Ashrafur Rahman) am a private employee and look after agricultural land.


 So if you take any livelihood besides writing, there will be no loss of writing.


 🌟 Write ✒ 


 Write if you want to be a writer. Write as much as you can.


 If you don't write, you can't be a writer. Speaking of the mind, if you want to turn the imagination of the mind into writing, you must write.


 I think that's how you can be a writer. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"লেখক হওয়ার আগে অবশ্যই লেখক জীবন বুঝে নেয়া উচিৎ।"


🌟 লেখক জীবন ✒ 


লেখক জীবন অন্যান্য পেশা জীবনের চেয়ে একটু অন্যরকম।


কেননা, মনের কল্পনাকে লেখায় পরিণত করতে অনেক চিন্তা করতে হয়।


চিন্তার জন্য প্রয়োজন অনেক সময়। অথচ এই সময়টুকু অন্যান্য পেশায় ব্যয় করলে নিশ্চিতভাবে টাকা রোজগার করা সম্ভব হয়।


কিন্তু লেখালেখি করলে টাকা রোজগারের তেমন নিশ্চয়তা থাকেনা। অর্থাৎ সময় ব্যয় বেশি হলেও রোজগারের নিশ্চয়তা থাকেনা।


প্রাইভেট রোগী দেখলে ডাক্তারের নিশ্চিত টাকা, মামলা লড়লে উকিলের নিশ্চিত টাকা, জমির দলিল করলে ভেন্ডারের নিশ্চত টাকা, কিন্তু লেখালেখি করলেই লেখকের নিশ্চিত টাকা হয়না।


তাই লেখক হওয়ার আগে এই বিষয়টা অবশ্যই ভেবে নিতে হবে।


🌟 পৃষ্ঠপোষকতা ✒ 


আগের যুগের কবি - সাহিত্যিকদেরকে তখনের রাজা - জমিদাররা পৃষ্ঠপোষকতা করতেন। 


ফলে তখনের লেখক - কবিদেরকে নিজেদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য চিন্তিত হতে হত না। 


কিন্তু এখনের যুগে আগের মত কেউ কোন লেখককে পৃষ্ঠপোষকতা করে না। তাই বর্তমান যুগের লেখকদের নিজের পৃষ্ঠপোষকতা নিজেকেই করতে হয়। 


🌟 সাদামাটা জীবন ✒ 


লেখকদেরকে বিলাসী জীবন ত্যাগ করে সাধারণতঃ সাদামাটা জীবনেই চলতে হয়। 


কেননা, তিনিদের যতটুকু আয়-রোজগার হয়, সেটা জীবনের আবশ্যক চাহিদা মেটাতেই ব্যয় হয়। 


তবে আপনার যদি অঢেল সম্পত্তি থাকে, তাহলে সেটা দিয়ে আপনার মন মত বিলাসিতা করতে পারেন। 


🌟 প্রাতিষ্ঠানিক শিক্ষা ✒ 


লেখালেখিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা আবশ্যক না। 


বরং কে কেমন লিখতে পারেন? সেটাই বেশি গুরুত্বপূর্ণ। 


কিন্তু আধুনিক যুগে লেখকের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে সেটা একটা প্লাস পয়েন্ট হয়। 


আর আপনি যত মেধাবী ও প্রতিভাবান লেখাই লিখুন, যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, তবে আপনাকে অথবা আপনার লিখাকে যে কেউ হেয় করার চেষ্টা করতে পারে। 


তাই আমি বলবো, লেখালেখির পাশাপাশি অবশ্যই নিজের সাধ্যমত প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করবেন। 

আমি পাশ করেছি অনার্স, মাস্টার্স এবং এলএলবি। 


🌟 পরিচয় প্রদান ✒ 


নিজে লেখক হলেও বাস্তব জীবনে যত্রতত্র লেখক পরিচয় জাহির করা অনুচিৎ। 


কেননা, এমনটা করলে বাস্তব জীবনের অনেক বিষয় মানিয়ে নেয়া জটিল হয়। 


আমি এত লেখালেখি করলেও বাস্তব জীবনে কারোর কাছে আমার লেখক পরিচয় দিইনা। 


🌟 পুরস্কারের আশায় ✒ 


কোন পুরস্কারের আশায় লিখলে লেখালেখির নিষ্ঠা থাকেনা। 


ফলে পুরস্কার না পেলে লেখালেখির উৎসাহ ও উন্নতির চেষ্টাও থাকেনা। 


এমনকি পুরস্কারের আশায় লিখে পুরস্কার না পেলে লেখালেখি ছেড়ে দেয়ার প্রবণতাও থাকতে পারে। 


তাই লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখতে হলে পুরস্কারের আশাকে বেশি গুরুত্ব দেয়া অনুচিৎ।


তবে লিখতে লিখতে পুরস্কার পেলে গ্রহণ করবেন।


🌟 জীবিকা ✒ 


লেখালেখির পাশাপাশি অন্য জীবিকাও গ্রহণ করবেন। এতে জীবিকা বজায় রেখে লেখালেখি নিশ্চিতভাবে করা সম্ভব হবে।


লেখালেখির পাশাপাশি উইলিয়াম শেক্সপিয়র থিয়েটার পরিচালনা করতেন, রবি ঠাকুর জমিদারি করতেন, বার্ট্রান্ড রাসেল শিক্ষকতা করতেন, জর্জ বানার্ড শ নাটক পরিচালনা করতেন, স্যার আলফ্রেড হিচকক চলচ্চিত্র পরিচালনা করতেন, জ্যঁ পল সার্ত্রে পত্রিকা বিক্রি করতেন, সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালনা করতেন আর আমি (Junayed Ashrafur Rahman) চাকরি করি ও কৃষিজমি দেখাশোনা করি।


তাই লেখালেখির পাশাপাশি যে কোন জীবিকা গ্রহণ করলে লেখালেখির ক্ষতি হবেনা।


🌟 লিখুন ✒ 


লেখক হতে চাইলে লিখুন। যত পারেন, তত লিখুন।


না লিখলে লেখক হতে পারবেন না। মনের কথা, মনের কল্পনাকে লিখায় পরিণত করতে হলে অবশ্যই লিখতে হবে।


আমি মনে করি, এভাবেই লেখক হতে পারবেন।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

🌞🌝 About Me Junayed Ashrafur Rahman

247) INTERNET AND PLAGIARISM :- ইন্টারনেট ও কুম্ভলিকতা (লেখাচুরি)। - Written by https://v.gd/YrhpL1 Dr. Shah Sayed Junayed Ashrafur Rahman ✒

702) My success in writing. (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman