477) Story of Jinn - Ghosts. (জ্বিন - ভূতের গল্প।) - Written by Junayed Ashrafur Rahman ✒
477 https://parg.co/bCDM ) Story of Jinn - Ghosts. (জ্বিন - ভূতের গল্প।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"In reality, however, the story of the jinn-ghost is interesting in every aspect of human society."
#Literature #Wisdom #Humanlife #Theology
🌟 Such is the jinn - ghost story ✒
Jinn and ghosts are discussed in theology, as they are mentioned in religion.
But there are stories about them in every aspect of human society.
From village to town, from educated to uneducated, everyone enjoys jinn-ghost stories, even in a kind of fun.
Drama and movies are also made according to the story. As a result, people also earn money by having fun.
But jinn-ghost stories are written according to the author's own mind without following religion, science and logic.
So in those stories theology is followed somewhat but never completely.
Nevertheless, the story of the jinn-ghost is always interesting.
🌟 Ghost stories in literature ✒
Almost all the writers in the world have written ghost stories.
But they did not compose them to promote the ghost community.
Rather, they composed them according to the genre of literature.
There are even many writers who have written ghost stories even if they have not done religious deeds properly.
Maybe there are writers who don't believe in ghosts personally but have written ghost stories.
🌟 Ghosts in Ravi Thakur's story ✒
Ravi Tagore wrote social stories as well as some supernatural stories. In fact, they are ghost stories. Although there is no direct mention of ghosts and the events of the stories are sleep-deprived, the plot of the story is completely ghost stories.
Ravi Tagore's story, "Skeleton" and "Hungry Stone" are stories in this category.
🌟 Bram Stroker's Ghost Novel ✒
Bram Stroker's ghost novel, "Dracula".
Landlord Dracula died but was resurrected. That is, the vampire comes back as a ghost. Drinking human blood turns others into vampires.
After the various incidents and accident , Dracula was destroyed.
🌟 Ghosts in Satyajit Ray's story ✒
Although Satyajit Ray was a science-minded writer and director, he also wrote stories about ghosts in a series of literary works.
Satyajit Ray's stories, "Mr. Brown's house", "Lucknow Dual", "Ghost of Conway Castle" etc. are ghost stories.
🌟 The story of the jinn ✒
Although the story of the jinn was not written in the modern era, it was written in the Middle Ages.
Jinn is mentioned in almost every story in the big book "A Thousand and One Arabian Nights" written with short stories.
Drama, movies and TV serials are being written in different countries based on those stories even in the modern era.
✨ Jinn - Ghost stories are just stories. Never a matter of reality or theology. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"বাস্তবে যেমনই হোক, জ্বিন - ভূতের গল্প মানব সমাজের প্রতিটি ক্ষেত্রেই আকর্ষণীয় বিষয়।"
🌟 যেমন হয় জ্বিন - ভূতের গল্প ✒
ধর্মতত্ত্বে জ্বিন ও ভূত আলোচ্য বিষয়, কেননা ধর্মে এদের উল্লেখ আছে।
কিন্তু মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে এদের নিয়ে গল্প প্রচলিত আছে।
গ্রাম থেকে শহরে, শিক্ষিত থেকে অশিক্ষিত সকলেই জ্বিন - ভূতের গল্পে মজা পায়, এমনকি ভয় পেয়েও এক ধরনের মজা পায়।
গল্প অনুসারে নাটক ও সিনেমাও নির্মিত হয়। ফলে মানুষকে মজা দিয়ে টাকাও রোজগার হয়।
কিন্তু জ্বিন - ভূতের গল্পগুলো ধর্ম, বিজ্ঞান ও যুক্তি অনুসরণ না করে লেখকের নিজের মন মত রচিত হয়।
তাই ঐ গল্পগুলোতে ধর্মতত্ত্বের কিছুটা অনুসরণ হলেও কখনই সম্পূর্ণভাবে অনুসরণ হয় না।
তা সত্ত্বেও জ্বিন - ভূতের গল্প সর্বদা আকর্ষণীয় বিষয়।
🌟 সাহিত্যে ভূতের গল্প ✒
পৃথিবীর প্রায় সকল সাহিত্যিক ভূতের গল্প রচনা করেছেন।
কিন্তু তিনিরা সেগুলো ভূত সম্প্রদায়কে প্রমোট করার জন্য রচনা করেন নি।
বরং সাহিত্যের ধারা অনুসারে সেগুলো রচনা করেছেন।
এমনকি অনেক লেখক আছেন যিনিরা ঠিকমত ধর্মকর্ম না করলেও ভূতের গল্প রচনা করেছেন।
হয়ত এমনও লেখক আছেন, যিনিরা ব্যক্তিগতভাবে ভূত বিশ্বাস না করলেও ভূতের গল্প ঠিকই রচনা করেছেন।
🌟 রবি ঠাকুরের গল্পে ভূত ✒
রবি ঠাকুর সামাজিক গল্পের পাশাপাশি কিছু অতিপ্রাকৃত গল্প রচনা করেছিলেন। প্রকৃতপক্ষে সেগুলো ভূতের গল্পই। সরাসরি ভূতের উল্লেখ না থাকলেও এবং গল্পগুলোর ঘটনা ঘুমের ঘোরে হলেও গল্পের আবহ সম্পূর্ণভাবে ভূতের গল্পের।
রবি ঠাকুরের গল্প, "কঙ্কাল" ও "ক্ষুধিত পাষাণ" এই শ্রেণীর গল্প।
🌟 ব্রাম স্ট্রোকারের ভূতের উপন্যাস ✒
ব্রাম স্ট্রোকারের ভূতের উপন্যাস, "ড্রাকুলা"।
জমিদার ড্রাকুলা মারা গেলেও সে আবার জীবিত হয়। অর্থাৎ রক্তচোষা ভূত হয়ে ফিরে আসে। মানুষের রক্ত পান করে অন্যদেরকেও রক্তচোষা ভূতে পরিণত করে।
বিভিন্ন ঘটনা - দুর্ঘটনার পর ড্রাকুলাকে ধ্বংস করা হয়।
🌟 সত্যজিৎ রায়ের গল্পে ভূত ✒
সত্যজিৎ রায় একজন বিজ্ঞানমনস্ক লেখক ও পরিচালক হলেও তিনি সাহিত্যের ধারাবাহিকতায় ভূত নিয়েও গল্প রচনা করেছিলেন।
সত্যজিৎ রায়ের গল্প, "ব্রাউন সাহেবের বাড়ি", "লখনৌর ডুয়েল", "কনওয়ে কাসলের প্রেতাত্মা" প্রভৃতি হচ্ছে ভূতের গল্প।
🌟 জ্বিনের গল্প ✒
আধুনিক যুগে জ্বিনের গল্প রচিত না হলেও মধ্যযুগে অনেক রচিত হয়েছিল।
ছোট ছোট কাহিনি নিয়ে রচিত বৃহৎ গ্রন্থ "হাজার এক আরব্য রজনী"র প্রায় প্রতিটা গল্পেই জ্বিনের উল্লেখ আছে।
ঐ গল্পগুলো অবলম্বনে আধুনিক যুগেও বিভিন্ন দেশে নাটক, সিনেমা ও টিভি সিরিয়াল রচিত হচ্ছে।
✨ জ্বিন - ভূতের গল্প নিছক গল্পই। কখনই বাস্তব অথবা ধর্মতত্ত্বের বিষয় না। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment