474) Repetition in literature. (সাহিত্যে পুনরাবৃত্তি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 474 https://parg.co/bCDM ) Repetition in literature. (সাহিত্যে পুনরাবৃত্তি।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


"The same subject can be repeated in different writings of an author."


#Literature #Literarypursuit 


When a writer writes about different things, it is normal for the writing to repeat itself. However, it retains originality.


 🌟 It has been repeated in the writings of Ravi Tagore ✒ 


The themes of "Living and Dead" and "Mahamaya" are the same.


In both stories, two women are thought to be dead and taken to the crematorium. But when the two came to know about the incident, they left the crematorium and various incidents took place.


Again, the events of Bhawal Raja are similar to those two stories.


🌟 It has been repeated in four novels by Jules Verne ✒ 


Mysterious Island; Master of the World; Journey to the Center of the Earth and Twenty Thousand Leagues Under the Sea - At the end of these four novels, the four narrators become unconscious after various incidents, accidents and adventures and are rescued by others.


🌟 The author's repetition may be intentional or mistaken.


Because writers are so preoccupied and preoccupied with their own writing, they do not have time to check whether the present is repeating itself with the writing of the past. 


So such is the repetition. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"একজন লেখকের বিভিন্ন লেখায় একই বিষয়ের পুনরাবৃত্তি হতে পারে।"


একজন লেখক বিভিন্ন বিষয়ে লেখালেখি করলে সেই লিখাগুলোর মধ্যে পুনরাবৃত্তি ঘটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এতে মৌলিকতা বজায় থাকে।


🌟 রবি ঠাকুরের লেখায় পুনরাবৃত্তি হয়েছে ✒ 


"জীবিত ও মৃত" এবং "মহামায়া" গল্পদুটোর বিষয়বস্তু একই।


দুটো গল্পতেই দুজন নারীকে মৃত মনে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনাক্রমে দুজনের জ্ঞান এলে শ্মশান থেকে চলে গিয়ে বিভিন্ন ঘটনা ঘটায়।


আবার ঐ দুই গল্পের সঙ্গে ভাওয়াল রাজার ঘটনার মিল রয়েছে। 


🌟 জুলস ভার্নের চারটি উপন্যাসে পুনরাবৃত্তি হয়েছে ✒ 


মিস্টিরিয়াস আইল্যান্ড ; মাস্টার অব দ্য ওয়ার্ল্ড ; জার্নি টু দ্য সেন্টার অব আর্থ এবং টুয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি - এই চারটি উপন্যাসের শেষে চার কথক বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা আর এ্যাডভেঞ্চারের পর অজ্ঞান হয়ে যায় এবং অন্যদের দ্বারা উদ্ধার হয়।


🌟 লেখকের পুনরাবৃত্তি ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে হতে পারে।


কেননা, লেখকগণ নিজেদের লেখা নিয়ে চিন্তামগ্ন ও ব্যস্ত থাকার কারণে অতীতের লেখার সঙ্গে বর্তমানের লেখার পুনরাবৃত্তি হচ্ছে কি না, সেটা যাচাই করার তেমন সময় পান না।


তাই এধরনের পুনরাবৃত্তি হয়। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

🌞🌝 About Me Junayed Ashrafur Rahman

247) INTERNET AND PLAGIARISM :- ইন্টারনেট ও কুম্ভলিকতা (লেখাচুরি)। - Written by https://v.gd/YrhpL1 Dr. Shah Sayed Junayed Ashrafur Rahman ✒

702) My success in writing. (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman